Maoists

মাথার মোট দাম ছিল ২০ লক্ষ টাকা! ছত্তীসগঢ়ে পুলিশের কাছে চার মাওবাদীর আত্মসমর্পণ

সুকমা জেলা পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেন, ‘‘গরিব আদিবাসীদের উপর সিপিআই (মাওবাদী) শীর্ষ নেতৃত্বের দমন-পীড়ন নীতি দেখে বীতশ্রদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছেন চার মাওবাদী নেতা-নেত্রী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ২৩:১৭
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনীর কাছে মঙ্গলবার আত্মসমর্পণ করলেন দুই মহিলা-সহ চার মাওবাদী। তাঁদের মোট মাথার দাম ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সুকমা জেলা পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেন, ‘‘গরিব আদিবাসীদের উপর সিপিআই (মাওবাদী) শীর্ষ নেতৃত্বের দমন-পীড়ন নীতি দেখে বীতশ্রদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছেন চার মাওবাদী নেতা-নেত্রী।’’ তাঁদের মধ্যে কৈলাস ওরফে কাওয়াসি দেব নিষিদ্ধ সংগঠনটির ‘মিলিটারি কলাম’, ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র ১০ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা।

এ ছাড়া আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে পিএলজিএ-র ৩০ নম্বর প্লাটুনের সদস্য ভঞ্জম হাদমা, দক্ষিণ বস্তার আঞ্চলিক কমিটির সদস্যা সুক্কি মাদকমের মাথার উপর পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার ছিল। আত্মসমর্পণকারী আর এক নেত্রী, মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি-ভমরাগঢ় আঞ্চলিক কমিটির সদস্যা রাভা দেবের মাথার দাম ছিল দু’লক্ষ টাকা। সরকারি নীতি মেনে এঁদের প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা অর্থসাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement