— প্রতিনিধিত্বমূলক ছবি।
ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনীর কাছে মঙ্গলবার আত্মসমর্পণ করলেন দুই মহিলা-সহ চার মাওবাদী। তাঁদের মোট মাথার দাম ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সুকমা জেলা পুলিশ সুপার কিরণ চহ্বাণ বলেন, ‘‘গরিব আদিবাসীদের উপর সিপিআই (মাওবাদী) শীর্ষ নেতৃত্বের দমন-পীড়ন নীতি দেখে বীতশ্রদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছেন চার মাওবাদী নেতা-নেত্রী।’’ তাঁদের মধ্যে কৈলাস ওরফে কাওয়াসি দেব নিষিদ্ধ সংগঠনটির ‘মিলিটারি কলাম’, ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র ১০ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা।
এ ছাড়া আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে পিএলজিএ-র ৩০ নম্বর প্লাটুনের সদস্য ভঞ্জম হাদমা, দক্ষিণ বস্তার আঞ্চলিক কমিটির সদস্যা সুক্কি মাদকমের মাথার উপর পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার ছিল। আত্মসমর্পণকারী আর এক নেত্রী, মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি-ভমরাগঢ় আঞ্চলিক কমিটির সদস্যা রাভা দেবের মাথার দাম ছিল দু’লক্ষ টাকা। সরকারি নীতি মেনে এঁদের প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা অর্থসাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।