—প্রতীকী ছবি
বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েক জন রেল শ্রমিক। মালগাড়িটিকে তখন অন্যত্র সরানো হচ্ছিস। সে সময় ট্রেনটির চাকা গড়ানোর পরেই লাইনে কাটা পড়ে মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন শ্রমিক। ঘটনাস্থল সেই ওড়িশাই। বুধবার সে রাজ্যের জাজপুর রোড স্টেশনে এই ঘটনা ঘটে। ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে বাহানগা বাজার স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। তার পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। তারই মধ্যে এই ঘটনায় বিড়ম্বনায় রেল কর্তৃপক্ষও।