ক্ষমতার লড়াই ও অনুগামীদের বিশ্বাসঘাতকতাও স্বামীর মৃত্যুর অন্যতম কারণ। তা-ও দমছেন না ছোট বউ। অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের আত্মহত্যার পরে খালি হয়ে যাওয়া হায়ুলিয়াং কেন্দ্রে ১৯ নভেম্বর উপ-নির্বাচন। সেখানে বিজেপি সমর্থিত পিপিএ প্রার্থী হয়ে লড়তে চলেছেন পুলের কনিষ্ঠ স্ত্রী দুসানলু।
একই দিনে অসমের লখিমপুর লোকসভা কেন্দ্র ও বৈঠালাংশু বিধানসভা কেন্দ্রেও উপ-নির্বাচন। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ায় লখিমপুর লোকসভা কেন্দ্র খালি হয়। মানসিং রংপি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খালি বৈঠালাংশু বিধানসভা কেন্দ্র। বৈঠালাংশুতে কংগ্রেস প্রাক্তন মন্ত্রী রুপনসিংহ রংহাংয়ের নাম প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত। কারণ আরও কেউ সেখানে টিকিট চাননি। কিন্তু লখিমপুরে প্রার্থী হতে চেয়ে লম্বা লাইন দুই দলেই। প্রার্থী চূড়ান্ত করতে আজ চার সদস্যের কমিটি গড়ল কংগ্রেস।
রাজ্য রাজনীতির ধারা মেনে, কালিখোর আসনে লুপ্তপ্রায় কামান মিশমি সম্প্রদায়ের প্রতিনিধি, পুল পরিবারের কাউকেই প্রার্থী করতে চেয়েছিল সরকারপক্ষ। প্রস্তাব যায় পুলের তিন স্ত্রীর কাছে। ছোট বউ দুসানলু জানিয়ে দেন, তিনিই লড়বেন স্বামীর আসনে। সেই মতো জনসভা করা, ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।
শাসক দল পিপিএর চেয়ারম্যান কামেন রিগু জানান, শাসক জোটের শরিক হিসেবে পিপিএ-বিজেপি একজনকেই প্রার্থী করবে। পুলের তিন স্ত্রীর কাছেই প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছে। তাঁরা নিজেরা প্রার্থী ঠিক করবেন। কিন্তু দুসানলুর বক্তব্য, ‘‘খামোকা রিগু বিষয়টি ঝুলিয়ে রাখছেন। কারণ, সকলেই জানে আমিই ভোটে লড়ছি। প্রচারের কাজও চলছে জোর কদমে।’’ রিগু জানান, মুখ্যমন্ত্রী পেমা এখন তাওয়াংয়ে। তিনি ফিরলে পিপিএ-বিজেপি বৈঠকের পরে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্তিত্বের সঙ্কটে ভোগা কংগ্রেস এখনও প্রার্থী নির্বাচন করেনি।
অসমের লখিমপুর উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রাক্তন সাংসদ বলিন কুলি, প্রাক্তন মন্ত্রী রাজীবলোচন পেগু-সহ ১০ জনের নাম শোনা যাচ্ছে। এ দিন গগৈ স্পষ্ট জানান, তিনি আর কোনও নির্বাচন লড়বেন না। প্রার্থী চূড়ান্ত করতে গগৈ, প্রদেশ সভাপতি রিপুন বরা, প্রাক্তন সভাপতি ভূবনেশ্বর কলিতা ও দেবব্রত শইকিয়াকে নিয়ে কমিটি গড়েছে কংগ্রেস।
বিজেপির দাবিদার প্রদান বরুয়া, জয়ন্তমল্ল বরুয়া, অমিয় ভুঁইঞা, সুভাষ দত্ত। অগপ-বিজেপির মিলিত প্রার্থী হিসেবে অরুণ শর্মাকেও দাঁড় করানো হতে পারে বলে খবর। বৈঠালাংশুতে অবশ্য মানসিংহর দাঁড়ানো প্রায় নিশ্চিত। লখিমপুর ও বৈঠালাংশুতে প্রার্থীর নাম চূড়ান্ত করতে গত কাল ও আজ রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ ও অন্য শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে দফায়-দফায় বৈঠকে বসেন সর্বানন্দ ও অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা।