আপনি কি আয়কর থেকে বাঁচতে বাড়িভাড়ার ভুয়ো বিল দিচ্ছেন? যদি তেমনটা করে থাকেন, তা হলে এ বার থেকে কিন্তু এই কাজটা করে সহজে ছাড় পাবেন না।
একটি সংবাদ সংস্থার রিপোর্টে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, যাঁরা বাড়িভাড়ার ভুয়ো বিল জমা দিচ্ছেন তাঁদের সতর্ক হওয়া উচিত। কারণ আপনি সত্যিই ভাড়াটে কিনা, বা বিলে যে টাকা ভাড়া হিসাবে দেখাচ্ছেন, সেটা আদৌ সঠিক কিনা তা যাচাই করতে আরও প্রমাণপত্র চাইতে পারে আয়কর আধিকারিকরা।
আরও পড়ুন: দেশবাসীর প্রার্থনায় কোমা থেকে উঠে সুস্থ চিতা
যদি আয়কর আধিকারিকের কোনও সন্দেহ হয় তা হলে প্রমাণপত্র হিসাবে বাড়িভাড়ার চুক্তিপত্র, ভাড়াটে সম্পর্কে হাউজিং কো-অপারেটিভের চিঠি, বিদ্যুতের বিল, জল করের বিল দেখাতে হতে পারে।