অবশেষে জঙ্গলের পথে

প্রাথমিক চিকিৎসার পরে ঘুম ভাঙিয়ে হাতিটিকে আমসাঙ অভয়ারণ্যে নিয়ে গিয়ে ক্রেনে করে নামানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০২ মে ২০১৯ ০১:২৯
Share:

জঙ্গলে ছাড়ার জন্য ক্রেনে করে নামানো হচ্ছে দাঁতালটিকে। বুধবার। ছবি: শুভময় ভট্টাচার্য-ডব্লিউটিআই

গত কাল গুয়াহাটি শহরে ব্যাপক যানজট সৃষ্টি করেছিল সে। সেই পুরুষ দাঁতাল হাতিটিকে রাতে তিন বারের চেষ্টায় ঘুম পাড়ানো হয়। কিন্তু গভীর রাতে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার সময়ে দড়ি ছিঁড়ে হাতিটি পড়ে যায়। ঘুমও ভেঙে যায় তার। ফের উঠে জিএস রোডের দিকে হাঁটার চেষ্টা করে সে। অনেক চেষ্টার পরে আজ, বুধবার ভোরে তাকে চিড়িয়াখানার দিকে এনে বন্দি করা সম্ভব হয়। হাতিটিকে গোলোযোগ থেকে দূরে রাখতে সকাল থেকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল।

Advertisement

প্রাথমিক চিকিৎসার পরে ঘুম ভাঙিয়ে হাতিটিকে আমসাঙ অভয়ারণ্যে নিয়ে গিয়ে ক্রেনে করে নামানো হয়। হাতিকে জঙ্গলে পৌঁছে দেওয়ার জন্য রাস্তাও তৈরি করে দেয় বন দফতর। সে চা বাগানের পাশ দিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement