flight

Kochi: হাইড্রলিক যন্ত্র বিকল, কোচিতে অবতরণের সময় অল্পের জন্য বাঁচল বিমান, রক্ষা ২২৯ সওয়ারির

অবতরণের সময় অল্পের জন্য বাঁচল এয়ার অ্যারাবিয়ার একটি বিমান। আরব আমিরশাহির শারজা থেকে কোচিতে নামে। রক্ষা পেলেন ২২২ জন যাত্রী ও সাত কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২২:৩৩
Share:

প্রতীকী ছবি।

একটুর জন্য বাঁচল এয়ার আরবিয়ার একটি বিমান। কেরলের কোচিতে অবতরণের সময় হাইড্রলিক যন্ত্রে গোলযোগ দেখা দেয়। কোনও মতে বিপদ কাটিয়ে শেষমেশ নামে জি৯-৪২৬ বিমানটি। রক্ষা পেলেন সওয়ান ২২২ জন যাত্রী এবং সাত জন কর্মী।

Advertisement

আরব আমিরশাহির শারজা থেকে শুক্রবার সন্ধ্যায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। নামার আগে গোটা বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত ন’নম্বর রানওয়েতে সন্ধ্যা ৭টা ২৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। রাত ৮টা ২২ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

৫ জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমান জরুরি অবতরণ করে পাকিস্তানের করাচিতে। যান্ত্রিক গোলযোগ হয়েছিল। একটুর জন্য রক্ষা পান ১৩৮ জন যাত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement