প্রতীকী ছবি।
একটুর জন্য বাঁচল এয়ার আরবিয়ার একটি বিমান। কেরলের কোচিতে অবতরণের সময় হাইড্রলিক যন্ত্রে গোলযোগ দেখা দেয়। কোনও মতে বিপদ কাটিয়ে শেষমেশ নামে জি৯-৪২৬ বিমানটি। রক্ষা পেলেন সওয়ান ২২২ জন যাত্রী এবং সাত জন কর্মী।
আরব আমিরশাহির শারজা থেকে শুক্রবার সন্ধ্যায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। নামার আগে গোটা বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত ন’নম্বর রানওয়েতে সন্ধ্যা ৭টা ২৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। রাত ৮টা ২২ মিনিটে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।
৫ জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমান জরুরি অবতরণ করে পাকিস্তানের করাচিতে। যান্ত্রিক গোলযোগ হয়েছিল। একটুর জন্য রক্ষা পান ১৩৮ জন যাত্রী।