ছবি: সংগৃহীত।
বিলাসবহুল হোটেলের শিক্ষানবীশ হিসাবে কর্মরত তরুণ-তরুণীদের নামমাত্র পারিশ্রমিক নিয়ে সরব হলেন এক সিইও। সমাজ মাধ্যমে প্রকাশ্যেই তিনি প্রশ্ন তুললেন ওই ধরনের হোটেলগুলির কর্তৃপক্ষের মনোবৃত্তি নিয়ে। তিনি বললেন, এ তো ‘রক্তচোষা’র সমান!
গুরুগ্রামের এক প্রযুক্তি সংস্থার সিইও রাজেশ সাহানে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ওই পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, গুরুগ্রামে লা মেরিডিয়ানে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সম্প্রতি। সেখানেই এক তরুণ লবি ম্যানেজারের সঙ্গে কথা বলার সুযোগ হল। উনি আমার কাছে সাহায্য চাইছিলেন। কথায় কথায় জানতে পারলাম, দেরাদুনেরই একটি স্থানীয় ক্যাটারিং কলেজ থেকে স্নাতক হয়ে গত তিন মাস ধরে শিক্ষানবিশী করছে লা মেরিডিয়ানে। এখানে সব কাজ করতে হলেও মাস গেলে বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ তাকে দেয় স্রেফ ২০০০ টাকা!
ক্ষুব্ধ রাজেশ লিখেছেন, ‘‘এটা খুবই বিরক্তিকর। গুরুগ্রামের মতো এলাকায় ২০০০ টাকায় কী হয়! এই অর্থে একজন তাঁর দৈনিক প্রয়োজন মেটাবেন কী ভাবে?’’
শেষে রাজেশ লিখেছেন, ‘‘অল্পবয়সিদের রক্ত শুষে খাচ্ছে এরা।’’