প্রতীকী ছবি
সাধারন জ্বর-সর্দি-কাশির চিকিৎসা করতে ৫ মাসের এক শিশুর গলায় গরম লোহার ছ্যাঁকা দিল হাতুড়ে। অবস্থার আরও অবনতি হলে শেষমেশ তাকে হাতপাতালে নিয়ে যাওয়া হয়। একটুর জন্য প্রাণে বাঁচে ওই শিশু। সম্প্রতি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে রাতলাম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী করে তার শারীরিক পরিস্থিতি এতটা খারাপ হল প্রথমে তা চিকিৎসকদের কাছে লুকিয়ে রেখেছিলেন শিশুটির পরিবার। পরে তার কাকা শান্তিলাল এই ঘটনার কথা জানান। তিনি জানান, কিছুদিন আগে শিশুটির জ্বর-সর্দি-কাশি হয়। তার মা গঙ্গাবাই চিকিৎসকের কাছে না গিয়ে তাকে স্থানীয় এক হাতুড়ের কাছে নিয়ে যান। সেই হাতুড়ে অসুখ সারাতে লোহা গরম করে তার গলার মধ্যে চেপে ধরে। তার সারা শরীরেও ওই গরম লোহা চেপে ধরেছিল সে। কিন্তু হাতুড়ের থেরাপিতে শিশুটির শারীরিক অবস্থার কোনও উন্নতি তো হয়নি উল্টে অবনতি হতে শুরু করে। আরও অসুস্থ হয়ে পড়ে সে। এর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: মা মরে যাচ্ছে! আইফোন খুলে পুলিশ ডেকে বাঁচাল চার বছরের ছেলে