ঘাসোলা গ্রামে আগুন। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: টুইটার।
গুরুগ্রামের সেক্টর ৪৯-এর ঘাসোলা গ্রামে আগুন। পুড়ে গেল অন্তত ১০০টি ঝুপড়ি। ওই এলাকার বেশির ভাগ বাসিন্দাই বাঙালি। তাই তাকে বাঙালি কলোনিও বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। বাসিন্দাদের উদ্ধার করে। টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হননি।
দমকলের সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ তারা খবর পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, দমকলের পাশাপাশি পুলিশও কাজে নামে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর।
রাজেশ আরও জানিয়েছেন, বস্তির বাসিন্দাদের সম্পত্তিহানি হয়েছে। ঘর, বাড়ি পুড়ে গিয়েছে। তবে হতাহত হননি কেউ। তাঁর কথায়, ‘‘মূলত দিনমজুর এবং নির্মাণ কর্মীরাই ওই বস্তিতে থাকেন। বেশির ভাগ বাড়ি বাঁশ, বেড়া, কাঠের তৈরি। প্লাস্টিকের ছাউনি দেওয়া। সে কারণে তাড়াতাড়ি আগুন ছড়িয়েছে।’’