মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (এলআইসি) ভবনে আগুন। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার আগুন লাগে। আগুন নেভানোর জন্য দমকলের আটটি ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত কোনও আহত বা নিহতের কোনও খবর পাওয়া যায়নি। মুম্বই দমকল আধিকারিকরা জানান, এলআইসি অফিস ভবনের তিন তলায় বেতন সঞ্চয় প্রকল্প বিভাগের বৈদ্যুতিক তার, ইনস্টলেশন, কম্পিউটার, ফাইল রেকর্ড, কাঠের আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে গিয়েছে। ৮টি মোটর পাম্প চালু করে আগুন নেভানোর কাজ চলছে।
প্রসঙ্গত, বুধবারই বাজারে এসেছে এলআইসির ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ (আইপিও)। আগামী ৯ মে পর্যন্ত এলআইসি-র শেয়ার কেনার সুযোগ মিলবে। আরও বেশি লগ্নিকারী টানতে দেশের বৃহত্তর শেয়ার বিক্রির প্রক্রিয়া শনিবারও চলবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)।