ফাইল চিত্র।
তদন্তে উৎকর্ষের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক পেলেন সিবিআইয়ের ১৫ জন কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি এস এন শুক্লের বিরুদ্ধে দুর্নীতি ও নৌসেনা অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তকারীরা। পদকের তালিকায় রয়েছেন বিভিন্ন রাজ্য পুলিশের কর্মীরাও। তাঁদের মধ্যে ১৮ জন মহিলা অফিসার।
বেসরকারি মেডিক্যাল কলেজকে নিয়ম ভেঙে সুবিধে দেওয়ার অভিযোগ ওঠে ইলাহাবাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এস এন শুক্লের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন সিবিআইয়ের ডেপুটি সুপার সুরেন্দ্রকুমার রোহিলা। এ বারের তদন্তে উৎকর্ষে পদকপ্রাপ্তির তালিকায় রয়েছে তাঁর নাম। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তকারী দলেও ছিলেন তিনি।
পদকের তালিকায় নাম রয়েছে ডেপুটি সুপার কুমার ভাস্করেরও। হায়দরাবাদের এক সংস্থাকে আইন ভেঙে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে নৌসেনার বেশ কয়েক জন বর্তমান ও প্রাক্তন অফিসারকে গ্রেফতার করেছিলেন তিনি। সিবিআইয়ের মহিলা অফিসারদের মধ্যে এই পদক পেয়েছেন ইনস্পেক্টর এম শশিরেখা। চেন্নাই পোর্ট ট্রাস্ট কেলেঙ্কারিতে বন্দরের সহযোগী সুপারকে গ্রেফতার করেছিলেন তিনি।
আজ দিল্লিতে ‘বীর গাথা’ প্রতিযোগিতায় জয়ী ২৫ জন পড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সশস্ত্র বাহিনী সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেয় কেন্দ্র। দেশের ৪৭৮৮টি স্কুলের ৮ লক্ষ ৪ হাজার পড়ুয়াকে সশস্ত্র বাহিনী সম্পর্কে রচনা, কবিতা লিখতে, ছবি আঁকতে ও মাল্টিমিডিয়া প্রেজ়েন্টেশন তৈরিতে উৎসাহ দেওয়া হয়। জয়ী ২৫ জনের প্রত্যেকের হাতে এ দিন ১০ হাজার টাকা, পদক ও শংসাপত্র তুলে দেন রাজনাথ।