ফাইল চিত্র।
এনএলএফটি (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন বিএসএফের দুই জওয়ান। মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমানায় বিএসএফ জওয়ানরা টহলদারি চালানোর সময় এই ঘটনা ঘটে।
বিএসএফ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ রাজ্যের ঢালাই জেলায় আন্তর্জাতিক সীমানায় আর সি নাথ বিএসএফ চৌকির কাছেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক জন সাব-ইনস্পেক্টর রয়েছেন।
বিএসএফ জানিয়েছে, টহলদারির সময় হঠাৎই এনএলএফটি-র কয়েক জন জঙ্গি আচমকাই হামলা চালায় বিএসএফ জওয়ানদের উপর। পাল্টা জবাব দেয় তাঁরাও। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। তাতেই সাব-ইনস্পেক্টর ভুরু সিংহ এবং হাবিলদার রাজকুমার গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়। ওই দুই জওয়ানের কাছ থেকে অস্ত্র লুঠ করে পালিয়েছে জঙ্গিরা।
বিএসএফের দাবি, এই সংঘর্ষে জঙ্গিদের কয়েক জন আহত হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।