কমলা ভাসিন। ছবি- টুইটারের সৌজন্যে।
মহিলাদের অধিকার রক্ষা আন্দোলনের বিশিষ্ট নেত্রী কমলা ভাসিন প্রয়াত হলেন দিল্লিতে। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারত-সহ দক্ষিণ এশিয়ায় ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ আন্দোলনের পুরোভাগে থাকা কমলা তিন দশকেরও বেশি সময় ধরে লড়াই চালিয়েছিলেন লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে, শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার লক্ষ্যে।
কমলার মৃত্যুতে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া, মানবাধিকার আন্দোলনের কর্মী প্রশান্ত ভূষণ, হর্ষ মান্দার-সহ বহু বিশিষ্ট গভীর শোকপ্রকাশ করেছেন। কবি ও বহু গ্রন্থের লেখিকা কমলা নিজেকে ‘প্রশিক্ষণ নেওয়া সমাজবিজ্ঞানী’ বলতে ভালবাসতেন।