বাবা রামদেব। ফাইল ছবি।
বাবা রামদেবের অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে মন্তব্যের প্রতিবাদে ১ জুন ‘কালা দিবস’ পালন করল সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি। দ্য ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (ফোরডা) ওই কালাদিবস পালনের ডাক দেয়। তাদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিশেন (আইএমএ)-সহ অন্য সংগঠনগুলিও।
অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে যোগগুরু রামদেবের বক্তব্যকে ‘অবমাননাকর এবং বিরক্তিকর মন্তব্য’ বলেছে ফোরডা। যদিও দেশ জুড়ে মঙ্গলবার কালা দিবস পালন হলেও রোগীদের পরিষেবা দেওয়ার ব্যাপারে কোনও রকম ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে তারা। ফোরডার দাবি, রামদেব যদি নিজের মন্তব্য নিয়ে জনসমক্ষে ক্ষমা না চান, তা হলে তাঁর বিরুদ্ধে মহামারি রোগ আইন, ১৯৮৭-এর ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
জম্মুর চিকিৎসকদের সংগঠনও এই প্রতিবাদে ফোরডার পাশে দাঁড়িয়েছে। ১ জুনের প্রতিবাদে অংশ নেবে বলেও জানিয়েছে ওই সংগঠন। বিহারে জুনিয়র চিকিৎসকদের সংগঠনও এই কালাদিবস পালনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। প্রসঙ্গত, রামদেব আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসাকে ‘বোকামি এবং ব্যর্থ বিজ্ঞান’ বলেছিলেন। রামদেবের ওই বক্তব্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় ওঠে দেশের চিকিৎসক মহলে।