প্রতীকী ছবি।
রক্ষকই ভক্ষক!
প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে ছিল ১৫ বছরের নাবালিকা। একাই ছিল সে। অভিযোগ, তখনই কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল ও গ্রাম প্রধান তাকে গণধর্ষণ করে। এই খবর শোনার পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই নাবালিকার বাবা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।
৩৫ বছরের অভিযুক্ত ওই পুলিশ কর্মীর নাম ধর্ম সিংহ। স্থানীয় গোপালনগর চেকপোস্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। গোপালনগরের এএসআই বিজয়পাল সিং জানিয়েছেন, রাতে ওই নাবালিকার চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। তখনই সেখান থেকে ধর্মকে পালিয়ে যেতে দেখেন তারা। পরে নাবালিকার পরিবার অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। আজ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। গ্রাম প্রধানকে খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: স্বাধীনতার রাতে গেস্ট হাউসে পিস্তল দেখিয়ে ট্যুরিস্ট তরুণীকে ধর্ষণ!
আরও পড়ুন: জিমের মধ্যে তরুণীকে লাথি-ঘুষি, ভাইরাল ভিডিও
উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি স্তম্ভিত। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।