টিকরি সীমান্তে আন্দোলনরত কৃষকরা (ফাইল ছবি)।
আন্দোলন তুলে নেওয়া হলেও সরকারের দেওয়া কোনও প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। এই অভিযোগে সোমবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা। রবিবার থেকেই কৃষকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভস্থলে পৌঁছতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল দিল্লি পুলিশ। সিমেন্টের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
অশান্তি এড়াতে আগাম সতর্কতা হিসাবে কৃষক সংগঠন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁকে মধুবিহার থানায় রাখা হয়েছে। তাঁকে আটক করার প্রতিবাদে টিকায়েত টুইট করেন, ‘দিল্লি পুলিশ কৃষকদের কন্ঠস্বরকে চাপা দিতে পারবে না।’
সোমবারের বিক্ষোভকে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিসান মোর্চা। এই সংগঠনের মধ্যে প্রায় ৪০টি ছোট বড় কৃষক সংগঠন আছে। এর আগেও সরকারের তরফে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার দাবিতে ১৮ অগস্ট উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৭৫ ঘন্টা অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা। ৩১ জুলাই পঞ্জাবের কৃষকরা ভাল্লা, ভাটিন্ডা, অম্বালা অঞ্চলে রেল অবরোধ করেন।