Facebook game

একদিনে তিন লক্ষ টাকা পেতে চান? ফেসবুক নিয়ে এল সুবর্ণ সুযোগ

আমেরিকা, ব্রিটেন, কানাডা, তাইল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সুযোগ অনেক আগে চালু হলেও ভারতে এই প্রথম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৪:৩৮
Share:

এই প্রথম বার ফেসবুক ভারতে আনতে চলেছে ইন্টার‌্যাক্টিভ গেম, ‘কনফেট্টি’, গ্রাফিক:শৌভিক দেবনাথ

আপনি কি দিনের বেশির ভাগ সময় ফেসবুকে ব্যস্ত থাকেন? তা হলে আপনার জন্য সুখবর। এই প্রথম বার ফেসবুক ভারতে আনতে চলেছে ইন্টার‌্যাক্টিভ গেম, ‘কনফেট্টি’। আগামি ১২ জুন থেকে ভারতে শুরু হতে চলেছে এই নতুন অনলাইন গেম, যা খেলে আপনি প্রতি দিন জিততে পারেন নগদ তিন লক্ষ টাকা।

Advertisement

এই গেম জিততে হলে আপনাকে উত্তর দিতে হবে কিছু প্রশ্নের, যা মূলত পপ কালচার নিয়েই থাকবে। সঠিক উত্তর দিতে পারলেই তিন লাখ টাকা আপনার পকেটে। বুধবার থেকে রবিবার পর্যন্ত ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচ-এ এই গেমটি খেলা যাবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।

মুম্বইয়ে অনুষ্ঠিত ফেসবুকের শীর্ষ বৈঠকে কোম্পানির হেড অব পার্টনারশিপ মনিশ চোপড়া জানান, “মূলত ভারতের বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে আসাই আমাদের প্রধান লক্ষ্য। ভারতে এরকম ইন্টার‌্যাক্টিভ গেম প্রথমবার এনে আমরা খুবই উৎসাহিত।”

Advertisement

আমেরিকা, ব্রিটেন, কানাডা, তাইল্যান্ড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গেমটি চালু হলেও ভারতে এল এই প্রথম।

২০১৮ সালে ইউটিউবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ফেসবুক বাজারে নিয়ে আসে ‘ফেসবুক ওয়াচ’। এর ‘ওয়াচ ফিড’-এ ব্যবহারকারীরা যে যে ফেসবুক পেজ অনুসরণ করেন, নিজেদের পছন্দসই সেই সব পেজের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন। নতুন এই গেমটিও খেলা যাবে ফেসবুক ওয়াচ-এর মাধ্যমেই।

কতটা সফল হবে ‘কনফেট্টি’, পারবে দর্শকের চাহিদা পূরণ করতে? নজর থাকবে সে দিকেই।

আরও পড়ুন:কেউ কি গাঁজা হারিয়েছেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন, টুইট করল পুলিশ!​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement