Punjab

Explosive found: স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টার মধ্যে পঞ্জাবে পুলিশের গাড়িতে লুকানো আইইডি উদ্ধার

স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টার মধ্যে পঞ্জাবে পুলিশের এক সাব ইন্সপেক্টরের গাড়ি থেকে আইইডি উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৫:৪৮
Share:

গাড়ির তলায় লুকোনো আড়াই কেজি ওজনের বোমা! প্রতীকী ছবি।

স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টার মধ্যেই পঞ্জাব পুলিশের গাড়ির তলা থেকে উদ্ধার হল ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি)। পুলিশ সূত্রে খবর, আড়াই কেজি ওজনের বোমা রাখা ছিল। বোমাটি পাকিস্তানে তৈরি বলে সন্দেহ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, অমৃতসরে পঞ্জাব পুলিশের সাব ইন্সপেক্টরের দিলবাগ সিংহের গাড়িটি শহরের অভিজাত এলাকায় দাঁড়িয়ে ছিল। গাড়ির তলায় লুকোনো ছিল আড়াই কেজি ওজনের বোমা।

পঞ্জাব পুলিশের এডিজিপি আরএন ঢোকে বলেছেন, ‘‘গত মে-তে তরণ তারণে একই রকম দেখতে একটি আইইডি উদ্ধার হয়েছিল। সেটিও পাকিস্তান থেকে আনা হয়েছিল। আমরা সম্ভাব্য জঙ্গি সূত্র খতিয়ে দেখছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছি।’’

Advertisement

গত ৯ মে তরণ তারণ জেলা থেকে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে আড়াই কেজি ওজনের একটি আইইডি উদ্ধার হয়। তাতে টাইমার, ডিটোনেটর, ব্যাটারি ও শার্পনেল লাগানো ছিল। পুলিশের দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেন তাঁরা অর্থের বিনিময়ে সীমান্তের ওপার থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement