Coronavirus

Coronavirus: কিছু দিনেই আরও বাড়বে সংক্রমণ, শঙ্কা বিশেষজ্ঞের

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরি করেছে কোভিড ইন্ডিয়া ট্র্যাকার। ভারতে করোনা সংক্রমণের উপরে নজর রাখছেন ওই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৬:৪০
Share:

বিধি কই: ওমিক্রনের সংক্রমণ রুখতে সম্প্রতি বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে দিল্লি সরকার। তা সত্ত্বেও সরোজিনী নগর বাজারে উপচে পড়ছে ভিড়। অনেকে পরেননি মাস্কও। বুধবার। পিটিআই।

দেশে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের দাপট ক্রমশ বাড়ছে। তা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে, এমন আশঙ্কার কথা শুনিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল কাট্টুমান। তাঁর অনুমান, ওমিক্রনের কারণে আর কিছু দিনের মধ্যেই ভারতে হু হু করে বাড়তে পারে করোনা সংক্রমণ। তবে কিছুটা স্বস্তির কথাও শুনিয়েছেন তিনি। তাঁর মতে, অতিমারির আরও একটি ঢেউ যদি আসে, তা হলে তা দীর্ঘস্থায়ী হবে না।

Advertisement

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৈরি করেছে কোভিড ইন্ডিয়া ট্র্যাকার। ভারতে করোনা সংক্রমণের উপরে নজর রাখছেন ওই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা। কাট্টুমান বলেছেন, ‘‘বড় জোর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করবে। প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হবেন।’’ গত ২৪ ডিসেম্বর তিনি জানিয়েছেন, ভারতের পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে দৈনিক সংক্রমণ ৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৬ ডিসেম্বর কোভিড ট্র্যাকার জানিয়েছে, ভারতের ১১টি রাজ্যের অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৯৫ জন। ওমিক্রনের দাপটে দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা অনেকেরই। মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য জানিয়েছেন, আজ মুম্বইয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫১০ জন। যা কিনা গত কালের তুলনায় ৮২ শতাংশ বেশি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রবীণ নাগরিক এবং কিশোর-কিশোরীদের টিকাকরণের জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্র প্রশাসন তৎপরতা শুরু করে দিয়েছে। করোনা এবং প্রতিষেধক নিয়ে আজ একের পর এক টুইট করেন আদিত্য। তিনি বলেন, ‘’১৫-১৮ বছর বয়সিদের যে টিকা প্রদানের কথা বলা হচ্ছে, আমরা জানুয়ারির প্রথমেই তা শুরু করে দিতে চাই।’’ করোনা মোকাবিলা এবং টিকাকরণের জন্য মহারাষ্ট্রের হাসপাতালগুলির পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আদিত্য। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুম্বইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের টিকাকরণ নিশ্চিত করার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement