UP Crime

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! মহিলার অভিযোগে গ্রেফতার ওঝা

ঘটনাটি উত্তরপ্রদেশের।গত ২৯ ডিসেম্বর স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ০৯:০২
Share:

মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

ভূত তাড়ানোর নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের। ধৃতের নাম ভাকিল রাজ শেখ। পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর তাদের কাছে অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর অভিযোগ ছিল, ভূত তাড়ানো, গুনিনবৃত্তির অভ্যাস করতে তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভাকিল। কিন্তু একা পেয়ে সেখানে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত।

পুলিশ সুপারিনটেনডেন্ট যশবীর সিংহ জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি উপজাতি আইনের একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিলের সন্ধান চলছিল। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement