sameer wankhede

Sameer Wankhede: জন্মসূত্রে মুসলিম নন, শংসাপত্র মামলায় ছাড়পত্র পেলেন সমীর ওয়াংখেড়ে

জাত-পাতের ভুয়ো শংসাপত্র দাখিলের মামলায় সমীরকে ছাড়পত্র দিল জাতি যাচাইয়ের জন্য গঠিত কমিটি। বলা হয়েছে, সমীর জন্মসূত্রে মুসলমান ছিলেন না।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৪:৫৫
Share:

ফাইল চিত্র।

‘প্রান্তিক হিন্দু’ সেজে জাত-পাতের ভুয়ো শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছিলেন জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ন্যাশনাল নারকোটিক্স ব্যুরো বা এনসিবি)-র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে! প্রায় এক বছর ধরে এই অভিযোগ ঘিরে বিতর্কের শেষে স্বস্তি পেলেন প্রাক্তন এনসিবি কর্তা।

Advertisement

জাত-পাতের ভুয়ো শংসাপত্র দাখিলের মামলায় সমীরকে ছাড়পত্র দিল জাতি যাচাইয়ের জন্য গঠিত কমিটি। ৯১ পাতার নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে যে, ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলমান ছিলেন না। কমিটির তরফে এ-ও জানানো হয়েছে যে, সমীর ও তাঁর বাবা দানেশ্বর ওয়াংখেড়ে হিন্দু ধর্ম পরিত্যাগ করেননি এবং মুসলিম ধর্ম গ্রহণও করেননি।

ছাড়পত্র পাওয়ার পরই টুইট করে ওয়াংখেড়ে লিখেছেন, ‘সত্যমেব জয়তে’। প্রাক্তন এনসিবি কর্তা বলেছেন, ‘‘সারা জীবন কাজ করে গিয়েছে অগ্রগতির জন্য। তবে যেটা আমায় আঘাত করেছে সেটা হল, কুৎসা থেকে আমার পরিবার ও মৃত মাকেও রেহাই দেওয়া হয়নি।’’

Advertisement

প্রসঙ্গত, গত বছর মুম্বইয়ে মাদক কারবারে ধরপাকড়ের সময় মহারাষ্ট্রের তৎকালীন মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে গ্রেফতার করেন ওয়াংখেড়ে। ২০২১ সালের প্রথম দিকে জেলে বন্দি ছিলেন সমীর খান। তাঁর মুক্তির পরই ওয়াংখেড়ের নিকাহের ছবি প্রকাশ করে নবাব অভিযোগ করেন যে, প্রাক্তন এনসিবি কর্তা আদতে মুসলিম। চাকরি পেতে জাত-পাতের ভুয়ো শংসাপত্র দাখিল করে প্রান্তিক হিন্দু পরিচয় দিয়েছেন বলে ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ করেন নবাব।

বস্তুত, ওই সময়ই মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খান-পুত্র আরিয়ানকে। যা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement