Madhya Pradesh

সরকারি আধিকারিককে প্রকাশ্যে গালিগালাজ! বিতর্কে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি মন্ত্রী

বালাঘাটের পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের প্রাক্তন কৃষিমন্ত্রী গৌরীশঙ্কর বিসেন। অভিযোগ, ওই বৈঠকে মেজাজ হারিয়ে সরকারি আধিকারিককে গালিগালাজ করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫৬
Share:

বালাঘাট জেলার পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মধ্যপ্রদেশের প্রাক্তন কৃষিমন্ত্রী গৌরীশঙ্কর বিসেন। ছবি: সংগৃহীত।

পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক চলাকালীন এক সরকারি আধিকারিককে প্রকাশ্যেই গালিগালাজ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন কৃষিমন্ত্রী গৌরীশঙ্কর বিসেন। বিজেপি নেতা গৌরীশঙ্করের কটূক্তির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গৌরীশঙ্কর এই মুহূর্তে রাজ্যের পিছিয়ে পড়া বর্গের মানুষজনের কল্যাণে গঠিত কমিশন (এমপি পিছড়ে বর্গ কল্যাণ আয়োগ)-এর চেয়ারম্যান। সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি বালাঘাট জেলার পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন গৌরীশঙ্কর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার লালবড়া থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, এসডিপিও-সহ প্রশাসনিক কর্তারা। অভিযোগ, ওই বৈঠকে কোনও কারণে বালাঘাটের আঞ্চলিক পরিবহণ আধিকারিক অভিনেশ গঢ়পালের উপর চটে যান গৌরীশঙ্কর। এর পর অভিনেশকে সকলের সামনেই তিরস্কার করতে থাকেন তিনি।

ভাইরাল ভিডিয়োয় শোনা গিয়েছে, অভিনেশকে তিরস্কারের সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন গৌরীশঙ্কর। অভিনেশ ছাড়া বেশ কয়েক জন আধিকারিকের উপরেও তাঁকে তর্জনগর্জন করতে শোনা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement