যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।
মাঝ আকাশে আচমকাই পাখির ধাক্কা লাগল যোগী আদিত্যনাথের হেলিকপ্টারে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বারাণসীতে এসেছিলেন জরুরি কাজে। রবিবার বারাণসীর পুলিশ লাইন থেকে তিনি হেলিকপ্টারে রওনা হন লখনউয়ের উদ্দেশে। কিন্তু রওনা হওয়ার কিছু ক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করাতে হয় যোগীর কপ্টারকে।
বারাণসীর জেলাশাসক কৌশল রাজ শর্মা জানান, মাঝ আকাশে পাখির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটার উপক্রম হওয়াতেই ঝুঁকি না নিয়ে বারাণসীতেই অবতরণ করানো হয় যোগীর কপ্টার। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোনও ভাবে আহত হননি।
সূত্রের খবর, বারাণসীতে অবতরণের পর আর কপ্টারে রওনা হননি যোগী। তিনি বারাণসী থেকে ৩২ কিলোমিটার দূরে বাবাতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন গাড়িতে। ওই রাস্তাটুকু গাড়িতে গিয়ে সেখান থেকে সরকারি বিমানে লখনউয়ের উদ্দেশে রওনা হবেন যোগী।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)