হাতিটিকে উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা। প্রতীকী ছবি।
অসহনীয় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল একটি হাতির। ওড়িশার নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে হাতির দেহ। তীব্র গরমে অসুস্থ হয়েই ওই স্ত্রী হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
দেশের বিভিন্ন রাজ্যের মতো গত কয়েক দিন ধরেই অস্বস্তিকর গরমে নাকাল ওড়িশাও। সে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে বন্যপ্রাণীরাও। নরসিংহপুর ইস্টার্ন ফরেস্ট ডিভিশনের আধিকারিক সুরেশ রাউত জানিয়েছেন, তীব্র গরমে পানীয় জলের অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হাতিটির।
বন দফতর সূত্রে খবর, ২০-২৫ দিন আগে মৃত্যু হয়েছে হাতিটির। গত শুক্রবার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়। হাতিটির বয়স প্রায় ৩ বছর। গরমের কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে বন দফতর জানালেও স্থানীয়রা অন্য দাবি করেছেন। তাঁদের সন্দেহ, কোনও পাচারকারীর হাতে মৃত্যু হয়ে থাকতে পারে হাতিটির।