National News

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভার ভোট পিছিয়ে দিল কমিশন

স্থগিত হয়ে গেল রাজ্যসভার নির্বাচন। আগামী ৮ জুন পশ্চিমবঙ্গ, গুজরাত এবং গোয়ায় রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল। সোমবার থেকে তার জন্য মনোনয়নপত্র জমা পড়ার কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ০০:১৬
Share:

ছবি:সংগৃহীত

স্থগিত হয়ে গেল রাজ্যসভার নির্বাচন। আগামী ৮ জুন পশ্চিমবঙ্গ, গুজরাত এবং গোয়ায় রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল। সোমবার থেকে তার জন্য মনোনয়নপত্র জমা পড়ার কথা ছিল। কিন্তু এ দিন বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যসভার ভোট ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী হচ্ছে না। কবে এই নির্বাচন হবে তা পরে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশন ১৬ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, ৮ জুন তিন রাজ্যে রাজ্যসভা নির্বাচন হবে। সোমবার আর একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল। এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের অর্থ হল, ঘোষিত তারিখে রাজ্যসভার নির্বাচন হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। কিন্তু কী কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হল, সে কথা বিজ্ঞপ্তিতে লেখা হয়নি।

আরও পড়ুন:তিন তালাককে অবাঞ্ছিত মনে করে শরিয়ত: সুপ্রিম কোর্টকে জানাল ল বোর্ড

Advertisement

সোমবার এই বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রের খবর, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখেই এখন রাজ্যসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হল। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধানসভার সচিবালয়ের যে কর্মীদের কাজে লাগানো হবে, রাজ্যসভা নির্বাচন পরিচালনার দায়িত্বেও মূলত তাঁদেরই থাকতে হবে। দু’টি নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চালানো সম্ভব নয় বলেই আপাতত রাজ্যসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হল বলে ওয়াকিবহাল মহল জানাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement