Tirunelveli

রামদা নিয়ে ঘরের ভিতর চোর, রুখে দাঁড়ালেন বৃদ্ধ দম্পতি, ভাইরাল ভিডিয়ো

গলার ফাঁস সামান্য আলগা হতেই ঘুরে দাঁড়ান বৃদ্ধ সান্মুগভেল। চেয়ার, টেবিল, আসবাব যা কিছু হাতের কাছে আছে তাই ছুড়তে থাকেন।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ১০:৪৬
Share:

চোর তাড়াতে বৃদ্ধ দম্পতির হাতিয়ার আসবাব,জুতো। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

বাড়ির ভিতর ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে চোর। উপস্থিত বুদ্ধি দিয়েই সেই চোরকে ঘায়েল করলেন বৃদ্ধ দম্পতি। চুরি তো দূর অস্ত, পড়িমরি করে পালাতে বাধ্য হল চোর। গত রবিবার তামিলনাড়ুর এই দম্পতির সাহসিকতার ঘটনার সিসিটিভি ফুটেজ নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

ঘটনা তামিলনাড়ুর তিরুনেলভেলির। রবিবার রাত ৯টা নাগাদ সান্মুগভেল নামক ৭০ বছর বয়েসি বৃদ্ধের খামারবাড়িতে ঢুকে পড়ে মুখোশ পরা দুই চোর। কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধকে লোহার একটি স্তম্ভে বেঁধে ফেলে তারা। চুরি শুরুর আগেই ময়দানে নামেন ওই বৃদ্ধের স্ত্রী সেন্থামারাই(৬৫)।


আরও পড়ুন: বাঘের ভয় নয়, কুমিরছানার কাহিনি শোনালেন মোদী
আরও পড়ুন:বন্যা-বিধ্বস্ত ওয়েনাডে কেন্দ্রকে পাশে চান রাহুল​

Advertisement


পায়ের জুতো খুলে ছুড়ে মারেন তিনি ওই চোরেদের দিকে।ছুড়তে থাকেন বাড়ির দরজায় রাখা অন্য জুতোগুলোও। এই হঠাৎ আক্রমণে চোরেরা যেন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে গলার ফাঁস সামান্য আলগা হতেই ঘুরে দাঁড়ান বৃদ্ধ সান্মুগভেল। চেয়ার, টেবিল, আসবাব যা কিছু হাতের কাছে আছে তাই ছুড়তে থাকেন। পালটা দা চালাতে থাকলেও, বৃদ্ধ দম্পতির সাহসের সামনে দাঁড়াতে পারেনি এই দুই চোর। ক্রমেই পিছু হটতে হটতে এক সময় চম্পট দেয় তারা।


দেখুন ভিডিয়ো:

পুলিশের তরফে জানানো হয়েছে ধস্তাধস্তির সময় ওই বৃদ্ধার একটি ৩৩ গ্রাম ওজনের সোনার হার ছিনিয়ে নিয়েছে চোরেরা। ডান হাতে আঘাতও পেয়েছেন ওই মহিলা। ঘটনার লিখিত বিবরণ ও সিসিটিভি ফুটেজ পেয়েই তদন্ত শুরু করলেও এখন কাউকে ধরতে পারেনি পুলিশ। দিন কয়েক আগে এই তিরুনেলভেলি জেলাতেই প্রাক্তন মেয়রকে সপরিবারে খুন করা হয়। প্রতিদিন এলাকার শান্তিশৃঙ্খলার আরও অবনতি হওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement