BJP Minister on Pahalgam Incident

নেহরু-গান্ধী পরিবারের মদতেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত! অভিযোগ, রাজস্থানের বিজেপি মন্ত্রী মদনের

রাজস্থানের পঞ্চায়েতিরাজ মন্ত্রী মদন দিলাওয়ারের দাবি, কংগ্রেস সব সময়ই সন্ত্রাসবাদীদের পক্ষে নানা যুক্তি দেয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের তাই কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৪:৩৩
Share:
Education and Panchayati Raj minister of Rajasthan Madan Dilawar attacked Gandhi Family and Congress on Pahalgam Incident

রাজস্থানের মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা মদন দিলাওয়ার। —ফাইল চিত্র।

পহেলগাঁও সন্ত্রাস ঘিরে উত্তেজনার আবহে এ বার রাজনৈতিক দোষারোপের দরজা খুললেন রাজস্থানের মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা মদন দিলাওয়ার। তাঁর অভিযোগ, নেহরু-গান্ধী পরিবারের মদতেই ভারতে সন্ত্রাসবাদ পুষ্ট হয়েছে!

Advertisement

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানায় নিহত হয়েছিলেন রাজস্থানের ভিলওয়ারার কয়েক জন পর্যটক। শনিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রাজস্থানের শিক্ষা ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী মদন বলেন, ‘‘কংগ্রেস সব সময়ই সন্ত্রাসবাদীদের পক্ষে নানা যুক্তি দেয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের তাই কোনও বিশ্বাসযোগ্যতা নেই। ওরা জাতীয় স্বার্থের কথা ভাবে না।’’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অনমনীয় অবস্থান নিয়ে চলছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, জঙ্গিহানা নিয়ে কোনও রাজনীতি করতে চায় না তাঁর দল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বৃহস্পতিবার সর্বদল বৈঠকের পরে কাশ্মীরে গিয়ে সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে মোদী সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বলেছিলেন, ‘‘সমাজকে বিভক্ত করার লক্ষ্য নিয়েই পহেলগাঁওয়ের কাণ্ড ঘটানো হয়েছে। জঙ্গিরা যা করার চেষ্টা করছে, তা রুখতে প্রত্যেক ভারতীয়কে ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement