আজম খান। পাক নিরাপত্তা কর্তা।
ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গত সপ্তাহেই এ দেশে এসেছেন আজম খান। আজম খানের নেতৃত্বে সিকিউরিটি সদস্যের দল ধর্মশালা ঘুরে দেখার পর সন্তুষ্ট হতে পারেনি। সব ভেন্যু দেখার পর তাঁরা শেষ পর্যন্ত কলকাতাকেই বেছে নেয়। তিনি বলেন, ‘‘কলকাতা সব থেকে নিরাপদ জায়গা। আমি ধর্মশালার স্টেডিয়াম দেখেছি। ওদের ভিআইপিদের বেরনোর রাস্তাটা খুব চাপা। যেটা একদমই নিরাপদ নয়।’’এর পর তাঁরা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সঙ্গেও কথা বলেন। তিনিও তাঁদের নিশ্চয়তা দিতে পারেননি বলে জানিয়েছেন আজম খান। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের সরাসরি বলে দেন তাঁরা নিরাপত্তার বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারবেন না। এটা বলার পর ওখানে খেলা সম্ভব ছিল না।’’
তবে কলকাতায় আস্থা রয়েছে তাঁদের। আজম খান আরও বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে সরাসরি কথা বলা আর নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা খেলার সিদ্ধান্ত নেই। সংবাদ মাধ্যমের কথার উপর নির্ভর করে তো আর কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।’’ যা খবর দু’দিন আগে পাক হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে দেখা করতে চেয়েছিল। বলেন, ‘‘এটা অরুণ জেটলির ক্রিকেট হয়তো সেই জন্যই রাজনাথ সিংহ দেখা করতে চাননি। পাকিস্তান এই ঘটনায় খুবই হতাশ যে ভাবে পুরো ঘটনাটি ঘটল।’’