বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ, চিদম্বরমকে জেরা ইডির

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করল ইডি। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৩
Share:

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। -ফাইল ছবি।

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করল ইডি।

Advertisement

মধ্য দিল্লিতে ইডির অফিসে আজ সকাল ১১টা নাগাদ পৌঁছন চিদম্বরম। কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে আজ প্রাক্তন অর্থমন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। একই মামলায় গত কাল চিদম্বরমের পুত্র কার্তিকে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইতিমধ্যেই দেশে এবং বিদেশে থাকা কার্তির ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ নিতে ছাড়পত্র দিয়েছিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। অভিযোগ, ওই ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছিল।

আজ সন্ধ্যায় তিনমূর্তি ভবনে চিদম্বরমের লেখা বই ‘আনডনটেড: সেভিং দ্য আইডিয়া অব ইন্ডিয়া’ প্রকাশ করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। উপস্থিত ছিলেন বিরোধী দলগুলির একাধিক নেতা। হঠাৎই সেখানে এক সঙ্গে হাজির হন রবার্ট এবং প্রিয়ঙ্কা বঢরা। ইডির জেরার পরে আজই প্রথম প্রকাশ্যে দেখা গেল রবার্টকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement