Nirav Modi

Nirav Modi: নীরব মোদীর আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নীরব মোদীর আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ১,৪০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ২২:০৪
Share:

নীরব মোদীর সম্পত্তি বাজেয়াপ্ত। — ফাইল ছবি।

ঋণখেলাপি নীরব মোদীর বিপুল সম্পত্তি, গয়না ও ব্যাঙ্কে গচ্ছিত আমানত বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার বাজার মূল্য প্রায় ২৫৩ কোটি ৬২ লক্ষ টাকা। বেআইনি লেনদেন প্রতিরোধ আইন, ২০২২ (পিএমএলএ)-এ এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Advertisement

নীরব মোদীর সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা)-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। হিরে ব্যবসায়ী মোদী এখন ব্রিটেনের জেলে। কেন্দ্রীয় সরকারের তরফে ব্রিটেনের কাছে তাঁকে দেশে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। সেই আবেদনের বিরুদ্ধে মামলা করেছিলেন মোদী। মামলায় হেরে গিয়েছেন। তাই যে কোনও মুহূর্তে তাঁকে দেশে ফেরানো হতে পারে।

ব্রিটেনের আদালত জানিয়েছে, মোদীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ এতটা গুরুতরও নয় যে, ভারতে বিচার পাবেন না তিনি। মোদীর বিরুদ্ধে অভিযোগ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১,৪০০ কোটি ঋণ নিয়ে আর ফেরত দেননি। মামলার তদন্ত করছে সিবিআই এবং ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement