ছবি: সংগৃহীত।
গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আজ, বুধবার । সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন দুপুর ১টা নাগাদ ওই রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট জানাতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার আঁচল কুমার জ্যোতি। ১৮২ আসনের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২২ জানুয়ারি। ওই রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন
মুকুলের নামে জেলায় ফ্লেক্স, জল্পনা তৃণমূলে
মমতার ভাবমূর্তির প্রশংসায় দিলীপ
চলতি মাসেই হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল কমিশন। ওই রাজ্যে ভোট হবে ৯ নভেম্বর। ফলাফল জানা যাবে ১৮ ডিসেম্বর। তবে হিমাচলের সঙ্গে গুজরাতের ভোটের দিন ঘোষণা না করায় প্রবল সমালোনার মুখে পড়ে নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ ছিল, গুজরাতের বিজেপি সরকারকে ঘর গুছনোর বাড়তি সময় দেওয়ার জন্যই ভোটের দিন ঘোষণায় দেরি করা হচ্ছে। কারণ, ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। তার আগে বিভিন্ন প্রকল্প চালু করে ভোটারদের নিজেদের দিকে টানতে সময় দেওয়া হচ্ছে রাজ্য সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
কংগ্রেসের অভিযোগ, মোদীকে ‘ভুয়ো সান্তা ক্লজ’ সাজার সুযোগ করে দিয়েছে কমিশন। তবে বিরোধীদের সমালোচনা মানতে নারাজ নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার আঁচল কুমার জ্যোতির বক্তব্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে নানা বিষয় বিবেচনা করতে হয়। ভোটের সময় সংশ্লিষ্ট রাজ্যের আবহাওয়া, ত্রাণসামগ্রী বণ্টন বা উৎসবের দিনক্ষণও তার মধ্যে পড়ে। পাঁচ বছর আগে হিমাচল ও গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এক সঙ্গে জানালেও এ বার তার ব্যতিক্রম হয়েছে। জ্যোতির মতে, ওই দুই রাজ্যে ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়াটাও তার একটা কারণ। তা ছাড়া, একসঙ্গে দিন ঘোষণা হলেও তার নির্ঘণ্ট ভিন্ন ছিল।