অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভাঙার দায়ে। এর আগেই কমিশন জানিয়ে দিয়েছিল, ভোটের সময় আচরণবিধি ভেঙে যে সাংবাদিক সম্মেলন করেছেন অসমের মুখ্যমন্ত্রী, তার খবর সংবাদপত্রে ছাপা যাবে না। তা কোনও টেলিভিশন চ্যানেলে সম্প্রচারও করা যাবে না। আজই ওই নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।
তখনই কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, নির্বাচনী আচরণবিধি ভাঙায় অসমের মুখ্যমন্ত্রীর জেল বা জরিমানা হতে পারে।
আরও পড়ুন- বাজারে প্রচার তরুণ গগৈয়ের