earthquake

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন অনুভূত হল দিল্লি, নয়ডা-সহ উত্তর ভারতে

বসন্ত পঞ্চমীর সকালে কাশ্মীরে ভূমিকম্প। প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হল। ভূমিকম্প টের পেয়েছেন দিল্লি ও নয়ডার বাসিন্দারাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৪
Share:

ফাইল ছবি।

বসন্ত পঞ্চমীর সকালে কাশ্মীরে ভূমিকম্প। প্রায় ২০ মিনিট ধরে কম্পন অনুভূত হল। ভূমিকম্প টের পেয়েছেন দিল্লি ও নয়ডার বাসিন্দারাও। সরকারি সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কোনও এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

Advertisement

বসন্ত পঞ্চমীর সকালেই কেঁপে উঠল জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। সকাল ঠিক ৯টা ৪৬ মিনিটে শুরু হয় কম্পন। তা প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়। আচমকা কাঁপুনিতে তটস্থ হয়ে পড়েন সাধারণ মানুষ। দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানা থেকে কম্পনের খবর পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement