Crime

মদ্যপান করে অত্যাচার! মত্ত স্বামীকে শ্বাসরোধ করে খুন করলেন স্ত্রী! হত্যায় জড়িত পুত্রও

পুলিশ সূত্রে খবর, মদ্যপান করে প্রায়ই অত্যাচার চালাতেন ওই ব্যক্তি। তাই রাগের মাথায় ওই ব্যক্তিকে খুন করেছেন তাঁর স্ত্রী ও পুত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৫:১৮
Share:
অভিযুক্ত স্ত্রী ও পুত্রকে পাকড়াও করেছে পুলিশ।

অভিযুক্ত স্ত্রী ও পুত্রকে পাকড়াও করেছে পুলিশ। প্রতীকী ছবি।

মত্ত ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁরই স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিট এলাকায়। অভিযুক্ত স্ত্রী ও তাঁর পুত্রকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম তেজপাল। প্রায় রোজদিনই তিনি মদ্যপান করে বাড়ি ফিরতেন। তার পর মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। মাদকাসক্তির কারণে ৪ একর কৃষিজমি বিক্রি করেছিলেন ওই ব্যক্তি। এ নিয়ে পরিবারে অশান্তি হয় বলে অভিযোগ।

গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়িতে ফেরেন তেজপাল। তার পরই স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা বাধে। মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। মাকে বাঁচাতে বাধা দিতে যান দম্পতির ১৬ বছরের পুত্র। সেই সময় পুত্রকেও মারধর করেন বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এর পরই রাগের মাথায় ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করেন স্ত্রী ও পুত্র। এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

সার্কল অফিসার সতীশ শুক্ল বলেছেন, ‘‘এক জন ব্যক্তিকে খুন করেছেন তাঁর স্ত্রী ও পুত্র। মত্ত অবস্থায় ওই ব্যক্তি স্ত্রীকে মারধর করছিলেন। তার জেরেই এই ঘটনা ঘটেছে। এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement