Bus Accident

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পড়ুয়া বোঝাই বাস, এক জনের মৃত্যু, আহত চল্লিশেরও বেশি

বর্ষবরণের গভীর রাতে পড়ুয়া বোঝাই একটি টুরিস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করে। মৃত্যু হয় একজনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৪:৪১
Share:
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ুয়া বোঝাই বাস।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ুয়া বোঝাই বাস। — প্রতীকী ছবি।

কেরলের ইদুক্কি জেলার মুনিয়ারাতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত চল্লিশেরও বেশি পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল তা পরিষ্কার নয়।

Advertisement

সূত্রের খবর, একটি টুরিস্ট বাসে ‘রিজিয়োনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সস্টিটিউটে’র ৪১ জন পড়ুয়া ফিরছিলেন মলপ্পুরম থেকে। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে গিয়ে পড়ে। বাসের তলায় দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার পর মৃত্যু হয় এক জনের। মৃত ব্যক্তির নাম মিলহাজ় বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৪১ জন পড়ুয়া-সহ ২ বাসকর্মী। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষবরণের রাতে সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement