প্রতীকী ছবি।
কোনও বাংলাদেশি নাগরিক যদি ভারতের মাটিতে সন্তানের জন্ম দেন, তবে সেই সন্তান জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু অসমের সন্দেহজনক (ডাউটফুল) ভোটারদের সন্তানদের সেই অধিকার দিতেও নারাজ অসম নির্বাচন দফতর! রাজ্যে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ১৮ বছরে পা দেওয়া তরুণরা কোনও ভাবেই যাতে ভোটার তালিকার বাইরে না থাকেন তার জন্য প্রশাসন সর্বতো ভাবে উদ্যোগী হয়েছে। কিন্তু কাছাড়ের জেলাশাসক তথা জেলার রিটার্নিং অফিসার এস বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন, কোনও ডি-ভোটারের সন্তানদের কিন্তু ১৮-র ওই লাইনে দাঁড়াতে পারবেন না। কেন এই ব্যবস্থা? কাছাড়ের নির্বাচন অফিসার জিতুকুমার দাস বলেন, ‘‘নতুন ভোটারদের নাম তোলার প্রথম শর্ত, তাঁকে ভারতীয় হতে হবে। পিতা-মাতার নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে তাঁকে কি আর ভারতীয় বলা চলে!’’
উত্তরবঙ্গে তিন বিঘা করিডর চালুর সময় প্রবল প্রতিরোধের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, তিন বিঘা ভারতেরই থাকছে। ‘জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব’-র বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কোনও গর্ভবতী বাংলাদেশি মা যদি তিন বিঘা করিডরে সন্তানের জন্ম দেন তবে সেই সন্তান ভারতীয় নাগরিকত্ব পাবার অধিকারি হবে।
তবে অসম নির্বাচন দফতর ‘জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব’-র বিষয়টিকে খারিজ করে দিয়েছে।