আবার বাড়ল গ্যাসের দাম।
আবার গৃহস্থের রান্নাঘরে কোপ। বুধবার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। নতুন নামে দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে। কলকাতায় ওই সিলিন্ডারের দাম পড়বে ১০৭৯ টাকা।
এই নিয়ে দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। তার পর ১৯ মে আবারও দাম বাড়ানো হয়েছিল। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার পিছু ১৮ টাকা করে বাড়ানো হয়েছে।
তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে কমানো হয়েছে দাম। গত কয়েক মাস ধরেই দেশে মূল্যবৃদ্ধির সমস্যা চলছে। এরই মধ্যে আবারও রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। উল্লেখ্য গত দু’মাসে ১০৩ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।