National news

কয়েন, চাবি মিলিয়ে ৮০টি জিনিস বেরোল পেট থেকে!

রাজস্থানের উদয়পুরের ঘটনা। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ১৬:০১
Share:

অস্ত্রোপচারের পর পাকস্থলী থেকে এগুলোই বার করেছেন চিকিৎসকেরা।

পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। পেটের এক্স-রে করে চমকে যান চিকিৎসকেরা। তাঁর পেট থেকে পাওয়া গেল ছিলিম,বৈদ্যুতিক তার, চাবি, কয়েন মিলিয়ে মোট ৮০০ গ্রাম জিনিসপত্র!

Advertisement

রাজস্থানের উদয়পুরের ঘটনা। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন হওয়ায় চাবি, কয়েন, পাইপ যা-ই পান, গিলে ফেলেন। দীর্ঘদিন ধরে এমন চলার কারণে শরীর খারাপ হতে শুরু করে তাঁর। সোমবার যখন তাঁকে হাসপাতালে আনা হয়, পেটের যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। এক্স রে-র পর দ্রুত তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। ৯০ মিনিট ধরে চার চিকিৎসকের একটি দল তাঁর অস্ত্রোপচার করেন।

Advertisement

আরও পড়ুন:

বিরাট চমক বাংলাকে! লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী

বিলিয়নেয়ার ক্লাব থেকে ছিটকে গেলেন অনিল অম্বানী, হাতছাড়া হওয়ার জোগাড় সাম্রাজ্য

তাঁর পাকস্থলী থেকে মোট ৮০০ গ্রাম ধাতব জিনিস বার করেছেন চিকিৎসকেরা। প্রচুর কয়েন, নানা ধরণের চাবি, ছিলিম নিয়ে সব মিলিয়ে মোট ৮০ রকমের জিনিস পাওয়া গিয়েছে পাকস্থলী থেকে। চিকিৎসক ডি কে শর্মা বলেন, ‘‘তিনি মানসিক ভারসাম্যহীন এবং নেশাগ্রস্ত, সমস্ত কিছুই গিলে খাওয়ার অভ্যাস রয়েছে। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ তিনি।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement