Doctors

হিমেশ, রফির সুরে ডাক্তারদের ‘কোষ্ঠকাঠিন্য নাচ’, ভাইরাল ইন্টারনেটে

মহম্মদ রফির পর আসে হিমেশ রেশমিয়ার পালা। হিমেশের ‘ঝলক দিখলাযা’সুরে চিকিত্সকরা দেখাচ্ছেন, কী ভাবে কাতর প্রার্থনা করছেন সকাল সকাল। তারপরই শুরু হচ্ছে ‘প্রেম’সিনেমার ‘আতি নেহি’-র সাউন্ড ট্র্যাক। সেখানে চিকিত্সকরা বলছেন, অনেক চেষ্টা করেও যা চাইছেন তা বেরিয়ে আসছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ১২:৪৪
Share:

চিকিত্সকদের নাটের ছবি ফেসবুক থেকে নেওয়া।

প্রতিদিনের একঘেঁয়ে জীবন। তা থেকে সরে এসে একটু আনন্দ করার চেষ্টায় এক দল চিকিত্সক এক ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ নাচের আয়োজন করলেন। তবে তাঁদের নাচের বিষয়বস্তুও চিকিত্সা সংক্রান্তই। কোষ্ঠকাঠিন্যে মানুষের কী অবস্থা হয় সেটাই তাঁদের নাচে তুলে ধরেছেন।

Advertisement

অরিজিতা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার ফেসবুক প্রোফাইলে ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই সারিতে সাতজন দাঁড়িয়ে আছেন। শুরু হচ্ছে মহম্মদ রফির ‘সুহানি রাত’ গান দিয়ে। সেই গানের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন কোষ্ঠকাঠিন্যে জীবন যেমন কঠিন হয়ে ওঠে।

মহম্মদ রফির পর আসে হিমেশ রেশমিয়ার পালা। হিমেশের ‘ঝলক দিখলাযা’সুরে চিকিত্সকরা দেখাচ্ছেন, কী ভাবে কাতর প্রার্থনা করছেন সকাল সকাল। তারপরই শুরু হচ্ছে ‘প্রেম’সিনেমার ‘আতি নেহি’-র সাউন্ড ট্র্যাক। সেখানে চিকিত্সকরা বলছেন, অনেক চেষ্টা করেও যা চাইছেন তা বেরিয়ে আসছে না।

Advertisement

আরও পড়ুন: এমন জায়গায় সোনা লুকিয়েছিলেন হাঁটতে অসুবিধা হচ্ছিল মহিলার, ধরা পড়লেন সীমান্তে

ঘরোয়া এই অনুষ্ঠানে চিকিত্সকদের কোষ্ঠকাঠিন্য নিয়ে এ নাচে উপস্থিত দর্শকরা যে খুব মজা পেয়েছেন তা তাঁদের উল্লাস, হাততালিতেই বোঝা যাচ্ছে। দর্শকদের কাউকে বিশেষ দেখা না গেলেও তাঁদের হাসির শব্দ শোনা যাচ্ছিল।

আরও পড়ুন: দম্পতির ব্যক্তিগত মুহূর্তের শব্দ রেকর্ড যুবকের, ঘটনা ধরা পড়ল হোটেলের সিসি ক্যামেরায়

ভিডিয়োটি কোথায় রেকর্ড করা হয়েছে জানা যায়নি। শুধু জানা গিয়েছে, ওই ঘরো অনুষ্ঠানটি একটি জন্মদিনের পার্টি ছিল। ২০ অক্টোবর প্রকাশ করা হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ছয় লক্ষবার দেখা হয়েছে। চার লক্ষ লাইক পড়েছে। আর শেয়ার হয়েছে ১০ হাজারের বেশি।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement