প্রতীকী ছবি।
কর্তব্যে গাফিলতির জন্য এক চিকিৎসককে সতর্ক করেছিলেন হাসপাতালের সুপার। সেই রাগেই সুপারের শরীরে এডস রোগীর রক্ত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন চিকিৎসক। ইঞ্জেকশন নিয়ে সুপারের সঙ্গে হাতাহাতির সময় ধরা পড়ে যান অভিযুক্ত চিকিৎসক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার প্রদ্দুতুর জেলা সরকারি হাসপাতালে। অভিযুক্ত ওই চিকিৎসককে পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন: বেঙ্গালুরুর বিজ্ঞানীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ৪ গবেষক ছাত্রীর
পুলিশ জানিয়েছে, হাড়ের চিকিৎসক ডেভিড রাজুকে দিন কয়েক আগে কর্তব্যে গাফিলতির জন্য সতর্ক করেন সুপার লক্ষ্মী প্রসাদ। তারই ‘প্রতিশোধ’ নিতে এই কাজ করেন অভিযুক্ত চিকিৎসক। সুপারকে ইঞ্জেকশন দেওয়ার সময়ই তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। বিপদ ঘণ্টি শুনে ছুটে আসেন হাসপাতালের অন্য কর্মীরা। তাঁরাই আটক করেন রাজুকে। পরে অভিযুক্ত চিকিৎসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: নাবালিকা মেয়েকে পুলিশের যৌন নিগ্রহ, মানসিক ধাক্কায় বাবার মৃত্যু
ধস্তাধস্তির সময় ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে কিছুটা রক্ত সুপারের গায়ে ছিটে যায়। কিছু রক্ত মেঝেতেও পড়ে। সেটা পরীক্ষা করেই জানা গিয়েছে, সেটি আসলে এডস রোগীর রক্ত । পুলিশের জেরায় দোষ স্বীকার করেছেন রাজু।