গ্রাফিক: শৌভিক দেবনাথ
তিনি মুগ্ধ! অমিতাভ বচ্চন তাই দেশবাসীকে দেওয়ালির শুভেচ্ছা জানালেন অযোধ্যার ‘দীপ উৎসব’-এর ছবি দিয়ে। দেওয়ালি উপলক্ষে সরযূ তীর প্রায় ছ’লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল, যা রেকর্ড। সব থেকে বেশি সংখ্যক প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করার জন্য ইতিমধ্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠেছে এই উৎসবের। এ বার তার ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেশবাসীকে দেওয়ালির শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন।
সাধারণত, এই দিনটিকে ১৪ বছর বনবাস কাটিয়ে রাম সীতার অযোধ্যা ফিরে আসার দিন হিসাবে ধরা হয়। বিশ্বাস, এই দিনেই পুস্পক বিমানে তাঁরা ফিরে এসেছিলেন অযোধ্যায়। সেই সময়ে নাকি প্রজারা অযোধ্যা নগরীকে সাজিয়েছিলেন অসংখ্য প্রদীপ জ্বালিয়ে। সেই দিনটি পালন করার জন্যই এবারে সরযূ নদীর তীরে ৫,৮৪,৩৭২টি প্রদীপ জ্বালানো হয়। হেলিকপ্টারে করে আসেন রাম-সীতা সাজা অভিনেতারা। এক কথায়, তাঁদের ফিরে আসার দিনটি যেন পুনর্নির্মাণ করা হয় সরযূর তীরে। শুক্রবারের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলও।
আরও পডুন: নির্বাচন পর্ব ঘিরে বিহারে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, বলছে সমীক্ষা
সব থেকে বেশি সংখ্যক প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করার জন্য ইতিমধ্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠেছে এই উৎসবের। ছবি: পিটিআই
এই নিয়ে চার বছর টানা অযোধ্যায় দীপ উৎসব পালিত হচ্ছে। আর অযোধ্যার ভূমিপুজোর পরে এই প্রথম বার আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবে উপস্থিত থাকার পাশাপাশি, এ দিন রামমন্দির চত্বর ঘুরে দেখেন যোগী আদিত্যনাথ ও আনন্দীবেন পটেল। তাঁদের বক্তব্যে উঠে আসে রামমন্দির প্রসঙ্গও। যোগী বলেন, ‘‘রামরাজ্যের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ সাধারণত প্রতি বছরই এই উৎসব দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। কিন্তু এ বার সেই সুযোগ নেই। কোভিড স্বাস্থ্যবিধি বহাল থাকার কারণে, এবারে আর সাধারণ মানুষের জন্য উৎসবের দ্বার খুলে দেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে, যথাযথ উত্তর পাবে’, কড়া বার্তা মোদীর