মুলায়মের জন্মদিন ঘিরে দু’ভাগ যদুবংশ

একই সঙ্গে সেজে উঠল লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির অফিস এবং এটাওয়া জেলার সাইফাই গ্রাম। একটিতে ছেলে অখিলেশ সিংহ উৎসব করলেন। অন্যটিতে ভাই শিবপাল যাদব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০৩:৫৩
Share:

জন্মদিনে মুলায়ম সিংহ যাদব। ছবি: পিটিআই।

একই সঙ্গে সেজে উঠল লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির অফিস এবং এটাওয়া জেলার সাইফাই গ্রাম। একটিতে ছেলে অখিলেশ সিংহ উৎসব করলেন। অন্যটিতে ভাই শিবপাল যাদব।

Advertisement

আজ এসপি-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের আশি বছরের জন্মদিবস উপলক্ষ্যে এ ভাবেই দু’ভাগে ভাগ হল যদুবংশ। সদ্য এসপি ছেড়ে নিজের দল (প্রগতিশীল সমাজবাদী পার্টি) গড়েছেন বিদ্রোহী নেতা শিবপাল। উনিশের ভোটে নিজের প্রভাব খাটিয়ে এসপি-কে ভাঙাই তার একমাত্র উদ্দেশ্য এখন। কিন্তু সেই লক্ষ্যপূরণে মুলায়মকেও পাশে পাবেন—এমনটাই দাবি করে চলেছেন তিনি। তাই আজ মুলায়মের জন্মদিনকে নিজের দলের উৎসব করে তুলতে ছাড়েননি শিবপাল। তাঁদের গাঁয়ের ভিটে সাইফাই-তে দঙ্গলের (কুস্তির লড়াই) আয়োজন করেছিলেন তিনি। এ ছাড়া গোটা রাজ্য জুড়ে তাঁর দলের তরফ থেকে বিভিন্ন কমর্সূচি গ্রহণ করা হয়েছে মুলায়মের জন্মদিন পালন করতে। আজকের দিনটিকে ঘোষণা করে হয়েছে ‘ধর্মনিরপেক্ষ দিবস’ হিসাবে।

তবে মুলায়ম কিন্তু এসেছিলেন এসপি-র পার্টি অফিসেই। সেখানে কেক কেটেছেন এই প্রবীণ নেতা। ছিলেন পুত্র অখিলেশ, তাঁর নাতি-নাতনি, দলের নেতা কিরণময় নন্দ। সূত্রের খবর, মুলায়মের জন্মদিনটিকে যাতে ‘ছিনতাই’ করে না নিতে পারেন কাকা, সে জন্য সকাল থেকেই সতর্ক ছিলেন অখিলেশ। আজ তাঁর মধ্যপ্রদেশে প্রচারে যাওয়ার কথা ছিল দুপুরে। তাই সকালেই জন্মদিনের অনুষ্ঠানটি সেরে টুইট করেছেন। লিখেছেন, ‘‘নেতাজিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাই। তিনি আমাদের গাঁধীজি প্রদর্শিত সত্যের পথে অবিচল থাকতে এবং অহিংসার পথে চলতে শিখিয়েছেন। শিখিয়েছেন অশুভকে খুঁজে বার করে সরিয়ে দেওয়া এবং মানবসম্পর্কে বিশ্বাসকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার (রাম মনোহর) লোহিয়াজির আদর্শ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement