Arvind Kejriwal

অধিবেশন শুরু আজ, ‘শিশমহলে’র রিপোর্ট পেশ হবে দিল্লিতে

এ বারের ভোটে যে বিষয়গুলি আপের বিরুদ্ধে প্রচারে বিজেপি ব্যবহার করেছে, তার মধ্যে অন্যতম হল শিশমহল। মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীওয়ালের সরকারি বাসভবন সংস্কার করতে ৩৩ কোটি খরচ হয়েছিল বলে রিপোর্ট দিয়েছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৪
Share:
মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরীওয়ালের সুসজ্জিত বাসভবনের পিছনে খরচ নিয়ে যে সিএজি রিপোর্ট তৈরি হয়েছে, তা এই অধিবেশনে পেশ হওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরীওয়ালের সুসজ্জিত বাসভবনের পিছনে খরচ নিয়ে যে সিএজি রিপোর্ট তৈরি হয়েছে, তা এই অধিবেশনে পেশ হওয়ার কথা রয়েছে। —ফাইল চিত্র।

আগামিকাল থেকে শুরু হচ্ছে দিল্লি বিধানসভার অধিবেশন। নতুন বিধায়কদের শপথগ্রহণ, স্পিকার নির্বাচনের পাশাপাশি মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরীওয়ালের সুসজ্জিত বাসভবনের পিছনে খরচ নিয়ে যে সিএজি রিপোর্ট তৈরি হয়েছে, তা এই অধিবেশনে পেশ হওয়ার কথা রয়েছে। অন্য দিকে আজ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীকে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছে আম আদমি পার্টি।

Advertisement

আগামিকাল বিধানসভা শুরুর আগে আজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সূত্রের মতে ওই বৈঠকে বিজেপি বিধায়কদের রেখা জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি রাজ্যের কোষাগারের অবস্থা নিয়ে আমলাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তাতে দেখা গিয়েছে যে, দশ বছর আপের রাজত্বের শেষে কোষাগার কার্যত তলানিতে।

সূত্রের খবর, কোষাগারের ওই বেহাল দশা আগামী দিনে নতুন সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে গোড়াতেই বিধায়কদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন রেখা। তবে একই সঙ্গে তাঁর আশ্বাস, মহিলাদের প্রতি মাসে পঁচিশশো টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই টাকার জোগাড় কী ভাবে হবে তা নিশ্চিত করার পরেই ওই প্রকল্প সংক্রান্ত যাবতীয় ঘোষণা, বিশেষ করে উপভোক্তাদের নাম কী ভাবে নথিভুক্ত করা হবে তা জানানো হবে।

Advertisement

এ বারের ভোটে যে বিষয়গুলি আপের বিরুদ্ধে প্রচারে বিজেপি ব্যবহার করেছে, তার মধ্যে অন্যতম হল শিশমহল। মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীওয়ালের সরকারি বাসভবন সংস্কার করতে ৩৩ কোটি খরচ হয়েছিল বলে রিপোর্ট দিয়েছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অভিযোগ ওঠে, সিএজি-র ওই রিপোর্ট জনসমক্ষে আসা রুখতে রিপোর্টটি বিধানসভায় পেশ করা এড়িয়ে যায় আপ সরকার।

আগামিকাল থেকে শুরু হওয়া অধিবেশনে ২৫ ফেব্রুয়ারি ওই রিপোর্ট-সহ আরও প্রায় এক ডজন সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার কথা রয়েছে। এ নিয়ে বিজেপি বিধায়ক হরিশ খুরানার মন্তব্য, ‘‘সিএজি রিপোর্ট পেশ হলে অনেক দুর্নীতির পর্দা ফাঁস হবে। মুখ লুকোনোর জায়গা পাবেন না আপ নেতারা।’’

বিধানসভা অধিবেশনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী আপ শিবিরেও। আজ বিধায়ক দলের নেতা নির্বাচন করতে বৈঠকে বসেন আপ নেতৃত্ব। বিরোধী শিবিরের হয়ে এ বারের বিধানসভা নির্বাচনে জিতে এসেছেন, এমন গুরুত্বপূর্ণ চেহারা হলেন অতিশী। ফলে তাঁকেই বিধানসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নিয়েছে আপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement