মেট্রোর পর এ বার ডিজিটাল পরিষেবা চালু হল বাসেও। ভারতে এই প্রথম বার ডিজিটাল বাস পরিষেবা শুরু হল বাণিজ্যনগরী মুম্বইয়ে।
এই ধারণা কাজে লাগিয়েই মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী আদিত্য ঠাকরে বাসের ক্ষেত্রে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়ার কথা ভাবেন।
শুধু মাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই নয়, যে যাত্রীদের মোবাইল ফোনে ‘চলো’ অ্যাপ রয়েছে, তাঁরাও এই সুবিধা লাভ করতে পারবেন।
বুধবার গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে আদিত্য ঠাকরে এই পরিষেবার উদ্বোধন করেন।
আপাতত দক্ষিণ মুম্বইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া থেকে চার্চ গেট পর্যন্ত ১০ থেকে পর্যায়ক্রমে ২০টি বাসে এই পরিষেবা মিলবে।
যে বাসগুলি এই পরিষেবা প্রদান করবে, সেই বাসগুলির সামনে ‘ডিজিটাল বাস’ লেখা থাকবে। বাসে ওঠার সামনের গেটে একটি ডিজিটাল মেশিন লাগানো থাকবে।
মেশিনের সামনে যাত্রীটির মোবাইল ফোন অথবা স্মার্ট কার্ডটি ধরে রাখলে একটি সবুজ টিক চিহ্ন মেশিন স্ক্রিনে দেখা যাবে।
যাত্রী গন্তব্যস্থলে পৌঁছলে আবার মেশিনের সামনে ফোন অথবা স্মার্ট কার্ডটি ধরে রাখতে হবে। এর ফলে কার্ড থেকে নিজে থেকেই টাকা কেটে যাবে। যেমন হয় কলকাতা মেট্রোরেলের ক্ষেত্রে।
‘ট্যাপ ইন ট্যাপ আউট’ বৈশিষ্ট্যের মাধ্যমে এই পরিষেবা কার্যকরী হবে। বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) ভারতের প্রথম বাস পরিষেবা চালু করেছে, যা সম্পূর্ণ ভাবে ডিজিটাল।
যাঁরা নগদহীন লেনদেন করতে সক্ষম, তাঁদের সুবিধার্থে এই পদক্ষেপ করা হয়েছে। ৩০ লাখ যাত্রীর মধ্যে ১২ লাখ যাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট ব্যবহার করছেন এবং বাকি যাত্রী ‘বেস্ট’ স্মার্ট কার্ড ব্যবহার করছেন।
‘বেস্ট’ সংস্থার জেনারেল ম্যানেজার লোকেশ চন্দ্র জানান, ডিজিটাল পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। এর পর মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ৪৩৮টি রুটে ‘ডিজিটাল বাস’ চলবে।
পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর এই বিষয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। আপাতত তারা মেট্রো পরিষেবার উপরেই মনোনিবেশ করছে।
যাঁরা নগদহীন লেনদেন করতে সক্ষম, তাঁদের সুবিধার্থে এই পদক্ষেপ করা হয়েছে। ৩০ লাখ যাত্রীর মধ্যে ১২ লাখ যাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল টিকিট ব্যবহার করছেন এবং বাকি যাত্রী ‘বেস্ট’ স্মার্ট কার্ড ব্যবহার করছেন।
‘বেস্ট’ সংস্থার জেনারেল ম্যানেজার লোকেশ চন্দ্র জানান, ডিজিটাল পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। এর পর মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে ৪৩৮টি রুটে ‘ডিজিটাল বাস’ চলবে।
পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর এই বিষয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। আপাতত তারা মেট্রো পরিষেবার উপরেই মনোনিবেশ করছে।