কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাইল চিত্র।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘জাগৃতি’ নামে রামকৃষ্ণ মিশনের একটি প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর দার্শনিক ভিত্তির উপরে সামগ্রিক ব্যক্তিত্বের গঠন এই প্রকল্পের লক্ষ্য।
মন্ত্রী বলেছেন, ‘‘জাতীয় শিক্ষা নীতি স্বামী বিবেকানন্দের দর্শনে গভীর ভাবে অনুপ্রাণিত। স্বামী বিবেকানন্দ থেকে শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী-সহ আমাদের মনীষীরা এমন এক প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছিলেন, যা আমাদের সভ্যতার মূল্যবোধে ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামাজিক রূপান্তর শিক্ষার অন্যতম লক্ষ্য। সামাজিক ভাবে সচেতন ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রজন্ম গড়ে তুলতে জরুরি মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শান্তাত্মানন্দ, সিবিএসই-র চেয়ারপার্সন নিধি ছিব্বর প্রমুখ। ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যের কথা উল্লেখ করেন মন্ত্রী। জাতীয় অগ্রাধিকারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সামঞ্জস্যে জোর দেন। বলেন আন্তর্জাতিক দায়িত্ব নিতে পারার মতো একুশ শতকের নাগরিক গড়ে তোলার কথা।