National news

বিশ্বব্যাঙ্কও আটকাতে চেয়েছিল, তাও সর্দার সরোবর গড়েছি: মোদী

মোদী বলেন, “গত ছয় দশক ধরে সর্দার সরোবর বাঁধ নিয়ে দেশজুড়ে বিতর্ক ও আন্দোলনের ঝড় বয়ে গিয়েছে। কিন্তু সেই সব বাধাকে টপকে আজ সাফল্যের মুখ দেখেছে এই প্রকল্প।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:১৭
Share:

নরেন্দ্র মোদী।

নিজের ৬৭তম জন্মদিনে দেশবাসীকে উপহার দিলেন সর্দার সরোবর বাঁধ। রবিবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন শেষে দাভোইয়ে একটি জনসভা করেন তিনি। এই জনসভায় বাঁধ প্রসঙ্গে বেশ কিছু বক্তব্যও রাখেন মোদী।

Advertisement

আরও পড়ুন: জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদী বলেন, “গত ছয় দশক ধরে সর্দার সরোবর বাঁধ নিয়ে দেশজুড়ে বিতর্ক ও আন্দোলনের ঝড় বয়ে গিয়েছে। কিন্তু সেই সব বাধাকে টপকে আজ সাফল্যের মুখ দেখেছে এই প্রকল্প।” অনেক ষড়যন্ত্র হয়েছে এই প্রকল্পটিকে আটকানোর জন্য। তা সত্ত্বেও এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকার যে বদ্ধপরিকর ছিল এ দিন সেটাও জানান তিনি।

Advertisement

আরও পড়ুন: বিতর্কিত সর্দার সরোবর বাঁধ সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

মোদী আরও জানান, শুধু দেশের ভিতরেই যে বাধার মুখে পড়তে হয়েছে এমনটা নয়, বিশ্ব ব্যাঙ্কও শেষমেশ মুখ ফিরিয়ে নিয়েছে। প্রকল্পটির জন্য তহবিল দিতে তারা অস্বীকার করে। কিন্তু ভারত দৃঢ়প্রতিজ্ঞ ছিল বিশ্ব ব্যাঙ্ক সহযোগিতা করুক বা না করুক, এই প্রকল্পকে সফল করবেই। তবে সেই সঙ্কটের সময় গুজরাতের সাধু-সন্তরা যে সহযোগিতা করেছেন এ দিন সে কথাও স্মরণ করতে ভোলননি মোদী। এ দিন তিনি সর্দার পটেল ও বি আর অম্বেডকরের প্রসঙ্গও টেনে আনেন। বলেন, “এই দুই মহান ব্যক্তিত্বই উপলব্ধি করিয়েছিলেন সেচ ও জলসম্পদ কতটা গুরুত্বপূর্ণ বিষয়।” এই প্রকল্পের ফলে শুধুমাত্র গুজরাত যে উপকৃত হবে এমনটা নয়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানও এতে উপকৃত হবে বলে জানান মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement