Bomb Threat

মাঝ আকাশেই মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক! দিল্লিতে বিমান নামতেই জোর তল্লাশি

৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন কর্মী নিয়ে মস্কো থেকে উড়েছিল বিমানটি। আর সেই হুমকি মেল পেতেই গোটা বিমানবন্দরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১১:৩০
Share:

বিমান দিল্লিতে নামতেই তল্লাশি চালানো হয়। প্রতীকী ছবি।

ভারতীয় সময় বৃহস্পতিবার রাত তখন সওয়া ১১টা। দিল্লি বিমানবন্দরে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে, মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমা আছে। ফোন পাওয়ামাত্রই হুলস্থুল পড়ে যায় বিমানবন্দরে। ফোনের পাশাপাশি, হুমকি মেলও আসে বলে বিমানবন্দর সূত্রের খবর।

Advertisement

বিমান তখন মাঝ আকাশে। ফোন আসা এবং দিল্লিতে বিমান অবতরণের মাঝে তখনও প্রায় সওয়া চার ঘণ্টা বাকি ছিল। ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন কর্মী নিয়ে মস্কো থেকে উড়েছিল বিমানটি। আর সেই হুমকি মেল পেতেই গোটা বিমানবন্দরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

ভারতীয় সময় রাত তখন ৩টে ২০ মিনিট। এসইউ২৩২ বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করতেই নিরাপত্তারক্ষীরা গোটা বিমানটিকে ঘিরে ফেলেন। ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী। ২৯ নম্বর রানওয়েতে বিমানটিকে নামানো হয়। যাত্রীদের বিমান থেকে তড়িঘড়ি নামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, বিমানে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনও বস্তু বা বোমা পাওয়া যায়নি।

Advertisement

গত ১০ সেপ্টেম্বরেও লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা নাগাদ রানহোলা থানায় ফোন আসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রয়েছে। ফোনে ৯/১১ হামলারও উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বিমানটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তার পরই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement