দিল্লির নতুন পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব। ছবি- পিটিআই।
দিল্লির নতুন পুলিশ কমিশনার হচ্ছেন এস এন শ্রীবাস্তব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার তাঁর নাম ঘোষণা করেছে। চার দিন আগে শ্রীবাস্তবকে দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) পদ নিয়োগ করা হয়েছিল। ফলে, দিল্লির সংঘর্ষের ঘটনার জেরেই এই রদবদল কি না, তা নিয়ে প্রশ্নউঠেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীবাস্তব দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন ১ মার্চ।
শ্রীবাস্তব বর্তমান পুলিশ কমিশনার অমূল্য পটনায়কের স্থলাভিষিক্ত হচ্ছেন। পটনায়কের অবসর নেওয়ার কথা ছিল গত ৩০ জানুয়ারি। কিন্তু তাঁকে আরও এক মাস এক্সটেনশন দেওয়া হয়। সেই মতো আগামী কাল অবসর নিচ্ছেন পটনায়েক। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) পদে আসার আগে শ্রীবাস্তব ছিলেন সিআরপিএফ-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল।
আরও পড়ুন: ‘এ যেন ইন্ডিয়া-পাকিস্তান বর্ডার’! ‘নরক হয়ে গেল চেনা রাজধানী’
আরও পড়ুন: নিহত বেড়ে ৩৮, এফআইআর হবে কি? পুলিশ পেল ৪ সপ্তাহ
চার দিন আগে দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) হিসাবে দায়িত্বপ্রাপ্ত শ্রীবাস্তব বিদায়ী পুলিশ কমিশনার পটনায়কের একই ব্যাচের আইপিএস অফিসার।