রাহুল চাই, প্রস্তাব পাশ দিল্লি শাখায়

সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই নতুন সভাপতি নির্বাচন হবে, আগেই সে কথা ঘোষণা করেছে কংগ্রেস। এবং রাহুলই যে সভাপতি হবেন, তা-ও ঘোষিত। খাতায়-কলমে যে কেউ রাহুলের বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচনে লড়তে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৩:৩২
Share:

ছবি: সংগৃহীত

ঢাকে কাঠি পড়ে গেল। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর হাত ছুঁয়েই। কংগ্রেসের সভাপতি পদে রাহুল গাঁধীকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে প্রস্তাব পাশ করল দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি। মনমোহন এই কমিটির অন্যতম সদস্য। এই প্রথম কংগ্রেসের কোনও কমিটি এই ধরনের প্রস্তাব পাশ করল।

Advertisement

সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই নতুন সভাপতি নির্বাচন হবে, আগেই সে কথা ঘোষণা করেছে কংগ্রেস। এবং রাহুলই যে সভাপতি হবেন, তা-ও ঘোষিত। খাতায়-কলমে যে কেউ রাহুলের বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচনে লড়তে পারেন। আগেও কংগ্রেস সভাপতি পদে ভোটাভুটি হয়েছে। কিন্তু এ বার সভাপতি পদে রাহুলের উত্থান প্রশ্নাতীত বলেও ঘোষণা করে ফেলেছে কংগ্রেস। এআইসিসি জানিয়ে দিয়েছে, অক্টোবর মাসের মধ্যে সেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির এ দিনের প্রস্তাবটি এক অর্থে নেহাৎই আনুষ্ঠানিক। আবার সভাপতি পদে রাহুলের নির্বাচন যে প্রশ্নাতীত, এআইসিসি-র সেই দাবিতে সিলমোহরও বটে। এর আগে বীরাপ্পা মইলি থেকে দিগ্বিজয় সিংহর মতো বহু নেতাই
রাহুলকে কংগ্রেসের সভাপতির পদে দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। কিন্তু কোনও কমিটির তরফে এমন অনুরোধ এই প্রথম। সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির নতুন প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। এই কমিটির সদস্যরা আর একটি প্রস্তাবে এআইসিসি-কেই দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি বেছে দেওয়ার জন্য অনুরোধ করেছে।

Advertisement

দলীয় সূত্রের খবর, বর্তমান সভাপতি অজয় মাকেনই এই পদে থাকবেন। একই ভাবে বাকি রাজ্যগুলি থেকেও তাদের প্রদেশ সভাপতি বেছে দেওয়ার জন্য এআইসিসি-কেই অনুরোধ জানাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement