অভিযোগ, কিশোরের উপর ছুরির হামলা চালান ৪-৫ জন যুবক। —প্রতীকী ছবি।
হাসপাতালে মৃত্যুর আগে নিজের খুনিদের সম্পর্কে পুলিশের কাছে বয়ান দিলেন দিল্লির এক ১৮ বছর বয়সি কিশোর। অভিযোগ, শনিবার ৪-৫ জন যুবক মিলে তাঁর উপর ছুরির হামলা চালান। কিশোরকে ২১ বার ছুরি মারা হয়েছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পূর্ব দিল্লির ত্রিলোকপুরী এলাকার বাসিন্দা ছিলেন অংশু নামের ওই কিশোর। শনিবার ভোর সওয়া ৫টা নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে, এক কিশোরের উপর হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এমসে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ওই কিশোরকে চিহ্নিত করা হয়।
দিল্লি পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘মৃতের দেহে ২১টি ক্ষত মিলেছে। হাসপাতালে মৃত্যুর আগে তিনি জানিয়েছিলেন, ৪-৫ জন যুবক মিলে তাঁর উপর ছুরির হামলা করেছেন। তাঁর বয়ানের ভিত্তিতে দিল্লি পুলিশের দু’টি দল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’ এই খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।